চেতনায় জুলাই, উৎসর্গ আগামীকে: মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
বাংলার ইতিহাসে জুলাই শুধু একটি মাস নয়, এটি এক চেতনার নাম-স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত এক অধ্যায়ের প্রতিচ্ছবি। গণতন্ত্র, ন্যায় ও মানবাধিকারের দাবি নিয়ে যে কিশোর-তরুণেরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদের রক্তেই লেখা হয়েছিল ‘জুলাই অভ্যুত্থান’ এর গৌরবগাথা। সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ থেকে শুরু হলো মাসব্যাপী কর্মসূচি। রাজধানীর প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: সিএ প্রেস উইং
-
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কৃতী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই মাস কেবল অতীত স্মরণের নয়, এটি আগামী প্রজন্মকে উৎসর্গ করার সময়।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই মাসকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন।
-
প্রধান উপদেষ্টা বলেন, এ অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা গত বছরের একটি প্রতিকী দিনকে আবার পুনরুজ্জীবিত করব। এছাড়া, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিকশাচালক, শ্রমিক ও কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন করে শপথ নেবো। কোনো স্বৈরাচার যেন কোথাও মাথাচাড়া না দিতে পারে সেজন্য অনুষ্ঠানটি আমরা প্রতি বছর করব।
-
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার জানান, সীমিত সময়ের মধ্যেও এই সরকার শিক্ষার ক্ষেত্রে গুণগত পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।
-
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর জুলাই শহীদ স্মৃতি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
-
এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রান্তিক ও সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের এককালীন সহায়তা প্রদান করা হবে।
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২ জন ছাত্র গণ-অভ্যুত্থানে আত্ম বলিদান করেছে বলেও এসময় উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা।
-
দেশের ৭২৫টি প্রতিষ্ঠানের ২ হাজার ৪০জন শিক্ষার্থীকে জুলাই শহীদ স্মৃতি বৃত্তি প্রদান করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।