আজকের আলোচিত ছবি: ১ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানমালার কিউআর কোড উন্মুক্ত করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাউয়ারসের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে বিজিএমইএয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকায় বিডার কার্যালয়ে তৈরি পোশাক শিল্পে টেকসই উন্নয়ন বিষয়ে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদতবরণকারী শহিদদের আত্মার শান্তি ও মুক্তি কামনায় আয়োজিত পুণ্যানুষ্ঠান ও আলোচনা সভায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ। ছবি: পিআইডি
-
নতুন করে আর কোনো ভয়ের সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আনোয়ার আল শামীম
-
কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়াই গাছের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা শুরু হয়েছে। সকাল থেকে দমকলবাহিনী গিয়ে সেই গাছের আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। ছবি: রোকনুজ্জামান মানু
-
কাফনের কাপড় পরে কুষ্টিয়ায় জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। ছবি: আল-মামুন সাগর