বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল
২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজ। সম্মেলন শুরুর আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ছবি: মাহমুদ হাসান রায়হান
-
সকাল থেকেই শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্লোগান আর হাততালিতে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালী শহর।
-
সম্মেলনস্থল পটুয়াখালী ব্যায়ামাগার মাঠ এখন পরিণত হয়েছে এক মিলনমেলায়।
-
পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা।
-
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়াও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
-
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের ইউনিটের নামসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হচ্ছেন। কেউ এসেছেন বাসে, কেউ মাইক্রোবাসে, কেউবা মোটরসাইকেল বহর নিয়ে কিংবা হেঁটেই এসেছেন সম্মেলনে অংশ নিতে।
-
সম্মেলন স্থলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবেশপথে সন্দেহভাজনদের তল্লাশি চালাচ্ছেন, পাশাপাশি মাঠ ও আশপাশের এলাকায় কড়া নজরদারি করছেন।
-
দুপুর নাগাদ সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে এবং বিকেলে ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সংশ্লিষ্ট নেতারা।