আজকের আলোচিত ছবি: ২ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘ভুয়া তথ্য’ মোকাবিলা ও নৈতিক মানদণ্ড রক্ষায় গণমাধ্যমকে সহায়তা করতে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সিএ প্রেস উইং
-
ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সাভিস একাডেমিতে জাতায় একমত্য কামশনের সঙ্গে বিভিন্ন রাজনেতিক দলের দ্বিতায় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সাভিস একাডেমিতে জাতায় একমত্য কামশনের সঙ্গে বিভিন্ন রাজনেতিক দলের দ্বিতায় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রমিক হেল্পলাইন ১৬৩৫৭ এর আপগ্রেড ভার্সন উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: পিআইডি
-
ঢাকায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে পাট খাতের উন্নয়নে ‘সাসটেইনেবল মার্কেট একসেস বুটক্যাম্প: স্টেট অব দ্য ইন্ডাস্ট্রি’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। ছবি: পিআইডি
-
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এনআইডি নিয়ে ভোগান্তির মাত্রা কমেছে। আগামী তিন মাসে এটা আরও কমে আসবে, মানুষের হয়রানি আর থাকবে না। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) অর্থায়নে নির্বাচন কমিশন (ইসি) বাস্তবায়নাধীন ‘ব্যালট প্রকল্পে’ আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। ছবি: মফিজুল সাদিক
-
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আগামী ৬ মাস বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। তবে দীর্ঘমেয়াদে দুবাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: মাসুদ রানা