আজকের আলোচিত ছবি: ৪ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি অডিটোরিয়ামে ‘ওমেন অ্যান্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফেস্টিভাল ২০২৫’ এ প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় নিজ বাসার বারান্দায় নিহত শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ টঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থানে সাভারে নিহত শহীদ নাফিসা হোসেন মারওয়ার কবর জিয়ারত করেন। ছবি: পিআইডি
-
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ আওয়ামী দোসরদের গ্রেফতার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দ্রুত সৃষ্টি করার দাবিতে প্রতীকী তারুণ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। ছবি: জাগো নিউজ
-
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।’ আজ বেলা সাড়ে ১১টায় রংপুরে জনসভায় যোগদানের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে জুলাই পদযাত্রার কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। ছবি: জাগো নিউজ