আজকের আলোচিত ছবি: ৫ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পবিত্র আশুরা উপলক্ষে বাণী প্রদান করেছেন।
-
ঢাকায় গুলশানে একটি হোটেলে ইন্টারন্যাশনাল সোশ্যাল বিজনেস সামিট ২০২৫: এনজিও লিডারশিপ ফর দ্য থ্রি জিরোস ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
ঢাকায় গুলশানে একটি হোটেলে ইন্টারন্যাশনাল সোশ্যাল বিজনেস সামিট ২০২৫: এনজিও লিডারশিপ ফর দ্য থ্রি জিরোস ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড বিষয়ক সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ছবি: পিআইডি
-
বান্দরবানে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: পিআইডি
-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা গণহত্যা করেছে, আমরা তাদের বিচার করবো। এই বাংলার মাটিতেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও যেসব পুলিশ গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে, আমরা তার বিচার নিশ্চিত করবো।’ ছবি: জাগো নিউজ
-
চাঁদপুরে সুইমার ট্যালেন্ট হান্ট নামে একটি প্রতিযোগিতায় দেড় শতাধিক নবীন সাঁতারু অংশ নিয়েছে। ছবি: শরীফুল ইসলাম