হোসেনি দালান থেকে পবিত্র আশুরার তাজিয়া মিছিল শুরু
আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবি হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন।
-
রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে পবিত্র আশুরার তাজিয়া মিছিল শুরু। এই মিছিলে যোগ দিয়েছেন শিয়া সম্প্রদায়ের অসংখ্য মানুষ। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে রাজধানীর বাতাস ভারী হয়ে ওঠে। ছবি: মাহবুব আলম
-
ছোট্ট শিশুরাও এসেছেন বাবা মায়ের সঙ্গে। পবিত্র আশুরার তাজিয়া মিছিল শিয়া সম্প্রদায়ের কাছে বিশেষ একদিন। মূলত শোকের দিন তাদের কাছে। ছবি: মাহবুব আলম
-
পবিত্র আশুরার তাজিয়া মিছিল ঘিরে হোসেনি দালান ইমামবাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো ইমামবাড়া এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা। ছবি: মাহবুব আলম
-
চারশ বছরের পুরোনো এই ইমামবাড়ায় ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারও মুসলিম জড়ো হতে থাকেন। ছবি: মাহবুব আলম
-
মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেছেন, যা শোক প্রকাশের প্রতীক। অনেকের হাতে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম- যা কারবালার ঘটনা স্মরণ করিয়ে দেয়। ছবি: মাহবুব আলম