পবিত্র আশুরার তাজিয়া মিছিলে নানা রকম মানুষের ঢল
পবিত্র আশুরা মুসলিম উম্মাহর এক শোকাবহ দিন। এদিনে কারবালার প্রান্তরে মহানবি হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায় প্রতিবছর মহররম মাসের ১০ তারিখ তাজিয়া মিছিলের আয়োজন করে থাকে।
-
সকাল থেকে তাজিয়া মিছিল দেখতে লালবাগে দাঁড়িয়ে আছেন পুর্নিমা দাস। পেশায় তিনি পরিচ্ছন্নতা কর্মী। মাওলা আলী ভক্ত তিনি। হাতে মাওলা আলীর নাম খচিত আংটি রয়েছে। তাজিয়া মিছিল আসতেই তিনি ভক্তি জানান। ছবি: লালবাগ এলাকা থেকে মাহবুব আলমের তোলা
-
পবিত্র আশুরা উপলক্ষে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ ধ্বনিতে মুখরিত রাজধানী ঢাকার তাজিয়া মিছিল। আজ সকাল ১০টার পর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি যাত্রা শুরু হয়। কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে এ মিছিলে অংশ নেয় ছোট ছোট বাচ্চারাও। ছবি: মাহবুব আলম
-
শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সকালে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে মিছিল যাত্রা শুরু করে। শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ এই শোক মিছিলে অংশ নেন। অনেকে দেশি মোরগ-মুরগি নিয়ে যোগ দেন মিছিলে। মুখে মুখে ধ্বনিত হয় ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’, ‘ইয়া হোসেন’, ‘ইয়া আব্বাস’। ছবি: মাহবুব আলম
-
শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ এই শোক মিছিলে অংশ নেন। তারা সবাই কালো পোশাকে পরে, হাতে প্রতীকী ছুরি, নিশান, আলাম, বেস্তা ও কারবালার স্মৃতিচিহ্ন নিয়ে যোগ দেন মিছিলে। মুখে মুখে ধ্বনিত হয় ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’, ‘ইয়া হোসেন’, ‘ইয়া আব্বাস’। কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে মিছিলে অংশ নেওয়া অনেককে শোকে মাতম করতেও দেখা গেছে। ছবি: মাহবুব আলম