ছবিতে দেখুন কীভাবে ছত্রভঙ্গ হলো চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। ছবি: মাহবুব আলম
-
দুপুরে যমুনার সামনে অবস্থান নিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর সোয়া ১২টার দিকে জলকামান ও পরপর ছয়টি সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
-
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। একই সঙ্গে আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করতেও দেখা যায়।
-
এসময় কাকরাইল মোড়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে আন্দোলনকারীদের ধীরে ধীরে মৎস্যভবন অভিমুখে সরিয়ে নেয় পুলিশ।
-
এর আগে, সকাল থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন। বেলা পৌনে ১২টার দিকে মিছিলটি কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে পুলিশ তাদের পথ রোধ করে।
-
এসময় আন্দোলনকারীরা সেখানেই বসে পড়েন এবং দাবি আদায়ের ঘোষণা দেন। তাদের সরে যেতে ১০ মিনিট সময় দেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। সেই আহ্বানে সাড়া না দিয়ে আন্দোলনকারীরা অবস্থান অব্যাহত রাখলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে অভিযান চালায়।
-
আন্দোলনকারীদের দাবি ছিল-চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, মামলা প্রত্যাহার এবং পরিবারগুলোর পুনর্বাসন।