আজকের আলোচিত ছবি: ১০ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ডে সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন।
-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরদের জায়গা দেওয়া হবে না। ছবি: শাহজাহান নবীন
-
এবার দাখিল পরীক্ষায় মাদরাসা শিক্ষাবোর্ডে দেশসেরা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। এ মাদরাসা থেকে ৪২৭ জন পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২২৭ জন। এছাড়া শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ছবি: মো. আতিকুর রহমান
-
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের কারণে একের পর এক প্লাবিত হচ্ছে ফেনীর নতুন নতুন এলাকা। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
ঘরে পানি ঢুকে নষ্ট হয়েছে আসবাবপত্র। গোয়াল ঘরেও পানি। তাই বাধ্য হয়ে গরু-ছাগল নিয়ে ভবনের ছাদে আশ্রয় নিয়েছে মানুষ। ফেনীর ফুলগাজী উপজেলায় দেখা গেছে মানুষের এমন কষ্টের চিত্র। ছবি: আবদুল্লাহ আল-মামুন