আজকের আলোচিত ছবি: ১৩ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বছরের হজ ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ১২তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
আগামী ১৯ জুলাই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এ উপলক্ষে দলের কর্মীরা ট্রাকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লিফলেট বিতরণ করছেন। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থিত প্রজন্ম চত্বরের প্রতিকৃতি গতকাল গভীর রাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা এটি ভেঙেছে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ছবিটি শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: মাহবুব আলম