আজকের আলোচিত ছবি: ১৫ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটকে জুলাই গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়ালচিত্রের ওপর প্রকাশিত বই উপহার দেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ ঢাকায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম ক্লিনিক সংলগ্ন তিস্তা নদীর তীর রক্ষা বাঁধের চলমান কাজ পরিদর্শনকালে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। ছবি: পিআইডি
-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ ঢাকায় বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মন্ত্রণালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন। ছবি: পিআইডি
-
দুপুরের পর থেকে রাজধানীতে ভারী বৃষ্টি হওয়ায় বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে যানজট। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ছবি: জাগো নিউজ
-
আজ রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন-২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্য দেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। ছবি: জাগো নিউজ