আজকের আলোচিত ছবি: ১৬ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ দিবস’ এবং শহিদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শহিদ আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ দিবস’ এবং শহিদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। ছবি: পিআইডি
-
ঢাকায় এনসিটিবির মুহাম্মদ আবদুল জব্বার মিলনায়তনে ‘প্রাথমিক স্তরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে বাংলা ভাষার উচ্চারণ সংযোজন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: পিআইডি
-
গোপালগঞ্জে পুলিশের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। সকাল ৯টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে। ছবি: বিধান মজুমদার অনি
-
হামলা, ভাংচুরের মধ্যেই গোপালগঞ্জে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) কেন্দ্রীয় নেতারা। ছবি: বিধান মজুমদার অনি
-
গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ছবি: বিধান মজুমদার অনি