আজকের আলোচিত ছবি: ১৭ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ছবি: পিআইডি
-
ঢাকায় বিডার মাল্টিপারপাস হলে ‘ইউথ আন্ত্রেপ্রেনারশিপ’ শীর্ষক ওয়ার্কশপে সভাপতির বক্তৃতা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি: পিআইডি
-
ঢাকায় বিডার মাল্টিপারপাস হলে ‘ইউথ আন্ত্রেপ্রেনারশিপ’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
ঢাকায় বিডার মাল্টিপারপাস হলে ‘ইউথ আন্ত্রেপ্রেনারশিপ’ শীর্ষক ওয়ার্কশপে গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: পিআইডি
-
ঢাকায় রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। ছবি: পিআইডি
-
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। হামলার নেপথ্যে যারা ছিলেন সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। ছবি: জাগো নিউজ
-
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রাকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা এড়াতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রায় নেতাকর্মীদের ঢল নেমেছে। ছবি: এন কে বি নয়ন