শাহবাগে রাস্তার দায়িত্বে জামায়াতের স্বেচ্ছাসেবকরা
রাজধানীর শাহবাগ মোড়ে আজ সকাল থেকেই দেখা গেছে ভিন্ন এক চিত্র। জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় যানচলাচল অনেক কম। এ সময় ট্রাফিক পুলিশের দেখা মেলেনি বললেই চলে। এর ফাঁকে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব নিতে দেখা যায় জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক দলকে। লাল ও সবুজ পোশাকে সজ্জিত এসব স্বেচ্ছাসেবকরা গাড়ি থামানো, চালানো ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেন। ছবি: মাহবুব আলম
-
সমাবেশ ঘিরে সকাল থেকে ওই এলাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। শাহবাগ এলাকা দিয়ে চলছে শুধু ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও অ্যাম্বুলেন্স।
-
শাহবাগ মোড়, বাংলামোটর, সায়েন্সল্যাব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন জামায়ামের স্বেচ্ছাসেবকরা।
-
শাহবাগে নিয়োজিত জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের স্বেচ্ছাসেবক কিবরিয়া জাগো নিউজকে বলেন, সকাল থেকে আমাদের ৫০ জন রয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে। এই সংখ্যা আরও বাড়বে। আমরা চাচ্ছি, যতক্ষণ শাহবাগ না পরিপূর্ণ না হয় ততক্ষণ ব্যক্তিগত গাড়ি চলবে। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা অ্যাম্বুলেন্স ও অসুস্থ রোগীদের দ্রুত যাতায়াত নিশ্চিত করছি।
-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে আজ জাতীয় সমাবেশ করবে জামায়াত।
-
দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
-
সমাবেশে দলটির জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।