আজকের ঢাকা: মানুষের ভিড়ে হারিয়ে গেছে পথঘাট

প্রকাশিত: ১২:০২ পিএম, ১৯ জুলাই ২০২৫ আপডেট: ১২:০২ পিএম, ১৯ জুলাই ২০২৫

জামায়াতে ইসলামীর আজকের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে ঢাকার চিত্র পাল্টে গেছে সকাল থেকেই। দেশের নানা প্রান্ত থেকে দলে দলে রাজধানীতে এসেছেন জামায়াতের নেতাকর্মীরা। রেলস্টেশন, বাস টার্মিনাল থেকে শুরু করে রাজপথ-সবখানে শুধু জনস্রোত। শ্লোগান, ব্যানার আর দলীয় পতাকায় ছেয়ে গেছে সমাবেশস্থল ও আশপাশের এলাকা। কোথাও ট্রেন থেকে নেমে মিছিলের সুরে হাঁটা, কোথাও আবার রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপভর্তি মানুষ-এই ছিল আজকের ঢাকার দৃশ্য। মানুষের এমন ঢল সামাল দিতে হিমশিম খেয়েছে যানবাহন চলাচলও। পথঘাট, ফুটপাত সবই যেন ঢেকে গেছে জমায়েতে আসা মানুষের পদচারণায়। ছবিতে দেখে নিন, আজকের ঢাকার সেই সরগরম চিত্র। ছবি: মাহবুব আলম