আজকের আলোচিত ছবি: ২১ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ। ছবি: পিআইডি
-
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অননুমোদিত গ্যাস ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
দুপুরের দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিধ্বস্ত হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
-
সরবরাহ কম থাকায় পাশাপাশি চাঁদাবাজি ও ডিজেলের দাম বেশি হওয়ায় কারণে দেশে বর্তমানে ইলিশের দাম বেশি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সাইদ শিপন
-
জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: মাসুদ রানা
-
সারাদেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিদ্যালয় সমূহের শিক্ষক-কর্মচারীরা। ছবি: নাহিদ সাব্বির
-
সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর। এতে সেবা নিতে আসা মানুষ, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। জলমগ্নতায় হাঁটাচলা ও দাঁড়ানোরও সুযোগ নেই আদালত প্রাঙ্গণে। ছবি: শরীফুল ইসলাম
-
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে ৩০ বছর আগে নির্মিত ভবানীপুর-চাঁদপুরাসহ চার ইউনিয়নের সংযোগস্থল আয়রন ব্রিজটির এখন বেহাল দশা। দুই যুগ পেরিয়ে গেলেও জরাজীর্ণ ব্রিজটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি: মো. আতিকুর রহমান