‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখর মাইলস্টোন, তোপের মুখে আসিফ নজরুল
বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনও। মাইলস্টোন কলেজের আকাশে ঝুলে আছে বিষাদের ছায়া। সেই ক্ষতের মাঝে পরিদর্শনে এসে উল্টো বিদ্রোহের মুখে পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক আসিফ নজরুল। ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখরিত হয়ে উঠল কলেজ প্রাঙ্গণ। ছাত্রদের ক্ষোভে চাপা পড়ে গেল শোকের স্তব্ধতা। ছবি: মাহবুব আলম
-
রোববার দুপুরে উত্তরার ১১ নম্বর সেক্টরের আকাশে ভেঙে পড়া সেই বিমানটি ছিন্নভিন্ন করে দিয়েছিল মাইলস্টোন কলেজের শান্ত পরিসর। শিক্ষার্থীদের চোখের সামনে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সৃষ্টি হয় তীব্র মানসিক ও সামাজিক আলোড়ন। এ রকম স্পর্শকাতর মুহূর্তেই সোমবার কলেজে পরিদর্শনে যান অধ্যাপক আসিফ নজরুল।
-
তবে তার এই পরিদর্শন শিক্ষার্থীদের কাছে ছিল হাস্যকর আগমন। তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু বক্তব্য ও অতীত মন্তব্যকে কেন্দ্র করে একাংশ শিক্ষার্থীর মনে জমে ছিল ক্ষোভ। ফলে ক্যাম্পাসে প্রবেশ করতেই তাকে ঘিরে শুরু হয় প্রতিবাদ।
-
কলেজের মূল ফটক থেকে শুরু করে একাডেমিক ভবনের করিডোর পর্যন্ত ছড়িয়ে পড়ে উত্তেজনার ঢেউ। একদল শিক্ষার্থী হাত উঁচিয়ে সরাসরি স্লোগান দিতে থাকে ‘ভুয়া ভুয়া’।
-
সামাজিক মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে এমন একাধিক ভিডিও, যেখানে দেখা যায় আসিফ নজরুলকে ঘিরে ধরেছে বেশ কিছু ছাত্র।
-
তাদের চোখে মুখে ক্ষোভ, শব্দে ঝরে পড়ছে অবিশ্বাস। তারা প্রশ্ন তোলে-‘আপনি কী দেখতে এসেছেন? সত্যিকারের সহানুভূতি, নাকি ক্যামেরার সামনে বক্তব্য দিতে?’
-
তাদের চোখে মুখে ক্ষোভ, শব্দে ঝরে পড়ছে অবিশ্বাস। তারা প্রশ্ন তোলে-‘আপনি কী দেখতে এসেছেন? সত্যিকারের সহানুভূতি, নাকি ক্যামেরার সামনে বক্তব্য দিতে?’
-
পরিস্থিতি বেগতিক দেখে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হয় শিক্ষকদের কনফারেন্স রুমে। সেখানে অপেক্ষা করছিল নতুন এক অধ্যায়। শিক্ষার্থীদের মধ্যে থেকে ডেকে পাঠানো হয় পাঁচজনকে। কেউ কেউ বলছে, এসব শিক্ষার্থীকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা ছিল সেটি।
-
তবে সূত্র বলছে, ওই পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা তাদের ক্ষোভ, হতাশা ও প্রশ্নমালার সামনে দাঁড় করায় অধ্যাপককে। বিষয়টি যেন একতরফা পরিদর্শনের বদলে রূপ নেয় বিবেকের কাঠগড়ায় দাঁড়ানোয়।