জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউট চত্বরে কড়া নিরাপত্তা
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় চলমান উত্তেজনা ও নিরাপত্তাজনিত কারণে প্রতিষ্ঠান চত্বরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাধারণ মানুষ বা বাইরের কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। শুধু আহত রোগীর পরিবারের প্রয়োজনীয় সদস্যদেরই সেখানে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
সকাল থেকেই ইনস্টিটিউটের ভেতর ও আশপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
-
বিশেষ করে ইনস্টিটিউট ভবনের লাগোয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ফটকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে প্রবেশপথ। সেখানেই পুলিশের সঙ্গে টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।
-
এদিন সকালে অনেক অভিভাবক ও শিক্ষার্থী মাইলস্টোন স্কুলে প্রবেশের চেষ্টা করলেও তাদের অধিকাংশকেই ফিরিয়ে দেওয়া হয়। কেউ কেউ নিজের পরিচয়পত্র দেখিয়েও প্রবেশ করতে পারেননি।
-
একজন অভিভাবক বলেন, ‘আমার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। আজ স্কুলে ক্লাস থাকার কথা ছিল। কিন্তু গেটেই আটকে দিল। বলছে শুধু রোগীর পরিবার ছাড়া কাউকে ঢুকতে দেবে না। আমাদের দোষ কী?’
-
স্কুলের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই অবস্থা আমাদের জন্যও নতুন। হাসপাতালের ভেতরে উত্তপ্ত পরিস্থিতি থাকায় প্রশাসন কিছুটা অতিরিক্ত সতর্কতা নিচ্ছে। তবে এতে স্বাভাবিক পাঠদান বিঘ্নিত হচ্ছে।
-
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক অস্থিতিশীলতা, ভাঙচুর ও হট্টগোলের পর পরিস্থিতি যাতে আর অবনতির দিকে না যায়, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগী ও তাদের পরিবারের নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।