আজকের আলোচিত ছবি: ২৬ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত ফ্রুগাল ইনোভেশন ফোরাম-২০২৫ এর ‘পলিসি পার্সপেকটিভ অন ক্লাইমেট অ্যাডাপটেশন ইন দ্য ফিল্ড অফ অ্যাগ্রিকালচার, ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুডস’ শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকায় সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত ফ্রুগাল ইনোভেশন ফোরাম-২০২৫ এর ‘অ্যাডাপটেশন ফ্রম দ্য সাউথ, ফর দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকায় সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত ফ্রুগাল ইনোভেশন ফোরাম-২০২৫ উপলক্ষ্য আয়োজিত প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহেও শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি: মুসা আহমেদ
-
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিচ্ছে চীনা মেডিকেল টিম। বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে বাংলাদেশে এসেছে চীনের এই মেডিকেল টিম। ছবি: জাগো নিউজ
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত থেকে গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে পুশইন করানো হচ্ছে এই তথ্যটা সঠিক। তবে পুশইনের সংখ্যাটা কমে আসছে। ছবি: মো. আকাশ
-
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেছেন, পুরনো সিস্টেমে পুরোনো আইনে বাংলাদেশকে আর চলতে দেব না। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। ছবি: ওমর ফারুক নাঈম
-
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। ছবি: আহমাদুল কবির
-
থাইল্যান্ডের সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায় কম্বোডিয়া। কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে সংঘাত চলছে। ছবি: এএফপি