ছবিতে আজকের জাতীয় বার্ন ইনস্টিটিউট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহত ৩৬ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর হাসপাতালটিতে রোগী আসতে শুরু হলে বাড়ানো হয় নিরাপত্তা। প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়, যা আজও আছে। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
রোগী-রোগীর স্বজন এবং চিকিৎসা কার্যক্রমে জড়িত ছাড়া কাউকে হাসপাতালটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউট সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
-
তবে গত কয়েকদিন হাসপাতালটির সামনে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করলেও আজ বেলা ১১টা পর্যন্ত সেনাবাহিনীর কোনো টহল দল দেখা যায়নি।
-
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ৫৬ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো এবং দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।
-
তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন ৩৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে চারজন, হাই ডিফেনডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চারজন, ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইস ডিইউ) ছয়জন, পিওডাব্লিউ (পুরুষ ওয়ার্ড) এ আটজন এবং কেবিনে ১৪ জন চিকিৎসাধীন।
-
তিনি আরও বলেন, আমাদের ইউনিটে এখন পর্যন্ত ৫৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে ১৭ জন মারা গেছেন। বর্তমানে ৩৬ জন ভর্তি রয়েছেন। একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেফার করা হয়েছে এবং দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
-
গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।