আজকের আলোচিত ছবি: ২৮ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন উপলক্ষে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সিএ প্রেস উইং
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে
-
পদ্মা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সৃষ্ট স্রোত ও ঢেউয়ে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ও গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে। ছবি: রুবেলুর রহমান
-
রাজশাহীতে এক বাস চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি: সোহান মাহমুদ
-
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ ও লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দিনের চলছে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের কর্মবিরতি চলছে। ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে।