পানির নিচে লুকানো ফাঁদ, মৃত্যুঝুঁকি নিয়েই চলাচল

প্রকাশিত: ১১:৩৪ এএম, ৩০ জুলাই ২০২৫ আপডেট: ১১:৩৪ এএম, ৩০ জুলাই ২০২৫

ঢাকার মাদারটেক সড়ক যেন এখন পথ নয়, ফাঁদের জাল। বৃষ্টি নামলেই সড়কের গর্তগুলো ঢেকে যায় জমে থাকা পানিতে। আর সেই পানির নিচেই লুকিয়ে থাকে মৃত্যুঝুঁকি। কখন কোন চাকা পড়ে যায় অদৃশ্য গর্তে, তা বোঝার উপায় নেই পথচারী বা চালকের। রিকশা, মোটরসাইকেল, এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত থেমে যায় এই গহ্বরের মুখে। প্রতিদিনই যেন একটু সাহস, একটু কষ্ট আর একটু ভয় নিয়ে চলতে হয় এই সড়ক দিয়ে। ছবি: বিপ্লব দীক্ষিৎ