ভাঙনের গহ্বরে পদ্মার পাড়, নিরাপত্তাহীনতায় স্থানীয়রা

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ৩০ জুলাই ২০২৫ আপডেট: ০৩:৪৪ পিএম, ৩০ জুলাই ২০২৫

দিন গড়াচ্ছে, আর পিছু হটছে পদ্মার পাড়। প্রতিদিনই যেন নদীর করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে মানুষের ভিটেমাটি, স্মৃতি আর স্বপ্ন। ভাঙনের শব্দ এখন কেবল পানির নয়; এটা আতঙ্ক-আশঙ্কা আর অনিশ্চিত ভবিষ্যতের প্রতিধ্বনি। বারবার জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা হলেও প্রকৃতির বিপরীতে দাঁড়াতে পারছে না তৎপরতাগুলো। ফলে নদীপাড়ের মানুষ আজ নিঃস্ব, আতঙ্কিত এবং নিরাপত্তাহীন এক অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ছবি: রুবেলুর রহমান