জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা৷ এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ছবি: মাহবুব আলম ও নাহিদ সাব্বির
-
সকাল সাড়ে ১০টায় শাহবাগ মোড় অবরোধ করে তারা৷ এর আগে তারা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন।
-
অবরোধ ঘিরে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
-
বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা এখনো শেষ হয়নি।
-
নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে-সনদের এ বিষয়টি নিয়েই মূলত আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
-
নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে-সনদের এ বিষয়টি নিয়েই মূলত আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
-
এ খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত হলেও অন্য দলগুলো বলছে, জুলাই সনদকে একটি আইনি কাঠামোয় এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় অনিশ্চয়তায় পড়তে পারে পুরো সংস্কার প্রক্রিয়া।
-
এদিকে, জুলাই যোদ্ধারা বলছেন, জুলাই সনদ তাদের দাবি নয়, এটি তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
-
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, অবরোধরে কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।