আজকের আলোচিত ছবি: ৩১ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের প্রথম শ্রেণির কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। ছবি: পিআইডি
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: মাসুদ রানা
-
গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ২৩তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমি চাই- বাংলাদেশ একটি স্বাস্থ্যকর দেশ হোক। আমি স্বাস্থ্যসম্মত বাংলাদেশ, তামাকমুক্ত ও জনস্বাস্থ্য সচেতন বাংলাদেশ চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সুফল অর্জন করুক। ছবি: জাগো নিউজ
-
জুলাই সনদ না দেওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা। ছবি: জাগো নিউজ
-
বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। সকাল ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৫৮ মিটার। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে পানিবন্দি মানুষের পরিস্থিতি। ছবি: মহসীন ইসলাম শাওন
-
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি থেকে সম্প্রতি চাকুরিচ্যুত হওয়া ৫৪৭ জন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। ছবি: জাগো নিউজ
-
গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। ছবি: আনাদোলু নিউজ এজেন্সি