আজকের আলোচিত ছবি: ০১ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্যায়ের ২৩তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ছবি: জাগো নিউজ
-
জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। আজ সারাদিন বৃষ্টিতে ভিজেও তারা অবরোধ অব্যাহত রেখেছেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ দিন আনা-দিন খাওয়া মানুষদের। ছবি: জাগো নিউজ
-
ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে হারারেতে জিম্বাবুয়ে যুবদলকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জুনিয়র টাইগাররা। ছবি: সংগৃহীত
-
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি আজ খুলনায় পুলিশ ট্রেনিং সেন্টারের মাল্টিপারপাস হলে বিভাগের পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি