সমাবেশের নামে শহরজুড়ে ‘ধৈর্যের পরীক্ষা’

প্রকাশিত: ১১:২০ এএম, ০৩ আগস্ট ২০২৫ আপডেট: ১১:২০ এএম, ০৩ আগস্ট ২০২৫

শুধু রাস্তায় নয়, যেন ধৈর্যের ওপরও চলছে এক নিষ্ঠুর পরীক্ষা। কর্মদিবসের সকাল, শহর জেগেছে দৈনন্দিন ছন্দে। কিন্তু রাজধানীর রাস্তায় নেমে সেই চেনা ছন্দ যেন গুম হয়ে যায় কনক্রিটের জঞ্জালে। কোথাও থেমে থাকা বাস, কোথাও ক্লান্ত মুখে পায়ে হেঁটে চলা মানুষ-সমাবেশকে ঘিরে সকাল থেকে যেন অদৃশ্য এক অচলতা ঘিরে ধরে ঢাকাকে। অফিসগামী, শিক্ষার্থী, রোগী কেউই রেহাই পাননি এই যান্ত্রিক দুঃস্বপ্ন থেকে। রাজধানীজুড়ে যানজটের ভয়াবহতায় প্রশ্ন জাগে, শহর কি শুধু সিদ্ধান্তহীনতার বলি, নাকি পরিকল্পনার অভাবই এই দুর্ভোগের দায়ী? ছবি: অভিজিৎ রায়