সমাবেশমুখী ছাত্রদল, বিভিন্ন এলাকা থেকে আসছেন নেতাকর্মীরা
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ সমাবেশ করবে ছাত্রদল। রাজধানীর শাহবাগে এ সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা। ছবি: জাগো নিউজ
-
সকাল থেকেই শাহবাগ এলাকায় আসতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা। মঞ্চ ও সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি চলতে থাকলেও নেতাকর্মীতে ভরে গেছে সমাবেশস্থল।
-
নওগাঁ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশার নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী সকাল ৭টায় শাহবাগে পৌঁছান। আগের রাতেই তারা বাসে রওয়ানা হয়েছিলেন। শাহবাগে পৌঁছেই সকালের নাশতা সেরে প্রস্তুতি নেন সমাবেশে অংশগ্রহণের।
-
জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব বলেন, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সুশৃঙ্খলভাবে অংশ নেবে।
-
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। আজ শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবো।
-
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও বড় বহর নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জানি মেজবাহর নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মী সকালেই শাহবাগে আসেন।