সমাবেশের আগেই নিরাপত্তা অভিযান, শহীদ মিনারে কড়া নজরদারি
জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশ ইশতেহার’ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশ শুরু হওয়ার আগে সকাল থেকেই তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে, বোম ডিসপোজাল ইউনিটের একাধিক সদস্য শহীদ মিনার প্রাঙ্গণে তল্লাশি চালায়। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে মঞ্চের কাছাকাছি যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। ছবি: মাহবুব আলম
-
শহীদ মিনারের চারপাশ ঘিরে ছিল সশস্ত্র পুলিশের পাহারা। ইউনিফর্মে থাকা বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মঞ্চ ও তার আশপাশের এলাকাজুড়ে বিশেষ যন্ত্রের সাহায্যে তল্লাশি চালায়।
-
কোনো ধরনের সন্দেহজনক বস্তু যেন সমাবেশস্থলে প্রবেশ করতে না পারে, সেজন্য নেওয়া হয় সর্বোচ্চ সতর্কতা।
-
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা জানান, ‘নাগরিক পার্টির এ সমাবেশে অনেক রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশ নেওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমরা বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন করেছি। এটি নিয়মিত প্রটোকলের অংশ। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’
-
জাতীয় নাগরিক পার্টির নেতারা জানিয়েছেন, তারা প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রপরিচালনা পরিকল্পনা হিসেবে ‘নতুন বাংলাদেশ ইশতেহার’ তুলে ধরতে যাচ্ছেন। এতে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক খাত নিয়ে বিস্তারিত রূপরেখা থাকবে। এ উপলক্ষে শহীদ মিনার এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
-
শহীদ মিনার ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করায় কিছুটা ভোগান্তিতে পড়েন সাধারণ দর্শনার্থী ও পথচারীরা।
-
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।