বৃষ্টি থামাতে পারেনি ছাত্রদলকে
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে বিকেলে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশ শুরু হতে এখনও কিছুক্ষণ বাকি, তবে এরই মধ্যে শাহবাগ মোড় ও আশপাশের রাস্তায় জড়ো হতে শুরু করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: মাহবুব আলম
-
আকাশে কালো মেঘ, থেমে থেমে বৃষ্টি। তবে আবহাওয়ার প্রতিকূলতা দমিয়ে রাখতে পারেনি কর্মীদের উপস্থিতি।
-
মাথায় পলিথিন টেনে, ভেজা গায়ে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন দলীয় পতাকা হাতে।
-
কেউ কেউ স্লোগান দিচ্ছেন, কেউ আবার সহযোদ্ধাদের পথ দেখিয়ে দিচ্ছেন-সমাবেশস্থলের আশপাশ জুড়ে স্পষ্ট রাজনৈতিক উত্তাপ।
-
শাহবাগ মোড়ে অবস্থানরত একজন কর্মী বলেন, ‘বৃষ্টি তো আন্দোলন থামাতে পারে না। এই দিনে আমরা আমাদের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করতে এসেছি। বর্ষপূর্তিতে রাস্তায় থাকব এটাই আমাদের সংকল্প।’
-
ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা সমাবেশে যোগ দিতে আসছেন একে একে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ থেকে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ছাত্র অধিকারের’ আন্দোলনে নতুন গতি আসবে।
-
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশস্থলের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বাংলা একাডেমি ও দোয়েল চত্বর পর্যন্ত যান চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে এখনো বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
-
শাহবাগের রাজপথ যেন আজ শুধুই রাজনৈতিক নয়, আবেগের এক প্রকাশভূমি। পলিথিনে ঢাকা ভেজা চুলের মাঝেও দেখা যাচ্ছে প্রত্যয়ের দীপ্তি-এটা কেবল একটি সমাবেশ নয়, এটা ইতিহাসকে স্মরণ করে নতুন পথচলার সংকেত।