আজকের আলোচিত ছবি: ০৩ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় নৌবাহিনী সদরদপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় নৌবাহিনী সদরদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। ছবি: পিআইডি
-
ঢাকায় নৌবাহিনী সদরদপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ঢাকায় নৌবাহিনী সদরদপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে তথ্যচিত্র প্রদর্শন, আলোচনাসভা ও দোয়া মাহফিলে মোনাজাতে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে তথ্যচিত্র প্রদর্শন, আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি: পিআইডি
-
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। ফলে সমাবেশ ঘিরে সড়কে চাপ বেড়েছে মানুষের চলাচলে। ছবি: মাহবুব আলম
-
আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে। বিকেল সোয়া ৩টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইনে যোগদানের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। ছবি: মাহবুব আলম
-
ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: মাহবুব আলম
-
ঝালকাঠির কেফায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অভিভাবকদের সঙ্গে অসাদাচরণের অভিযোগে তুলে এ কর্মসূচি করেন তারা। ছবি: মো. আতিকুর রহমান
-
উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। সকালে তিস্তার পানি বিপৎসীমার বরাবর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে করে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ছবি: মহসীন ইসলাম শাওন
-
রাশিয়ায় কৃষ্ণসাগর উপকূলবর্তী শহর সোচির কাছে একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের ড্রোন হামলা থেকে এই আগুনের সূত্রপাত হযয়েছে। ছবি: এপি/ইউএনবি