দুর্গন্ধ-জল আর হতাশা, এটাই গুলিস্তানের চিত্র
রাজধানীর বুকে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর গুলিস্তান যেন এখন এক নোংরা বাস্তবতার প্রতীক। শহরের ব্যস্ততম এই মোড়ে গাড়ির হর্নের শব্দের চেয়েও বেশি জোরে বাজে নাগরিক ভোগান্তির করুণ সুর। চারপাশে জমে থাকা পচা পানি, গলির কোণে স্তূপ হয়ে থাকা আবর্জনা আর তার সঙ্গে মিশে থাকা এক ধরনের অদৃশ্য অবহেলা-সব মিলিয়ে গুলিস্তান এখন দুর্গন্ধ আর হতাশার এক স্থিরচিত্র। রাজধানীর প্রাণকেন্দ্রে দাঁড়িয়েও যখন নিঃশ্বাস নিতে হয় নাক চেপে, তখন প্রশ্ন ওঠে-এই শহরের নাগরিক সুবিধা কাদের জন্য? ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
গুরুত্বপূর্ণ এই মোড়ে নাকচেপে হাঁটতে হয় পথচারীদের। কারণ, ময়লার স্তূপ আর জমে থাকা পচা পানির কারণে এলাকাটি একপ্রকার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
-
চার রাস্তার এই মোড়টি দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের খুব কাছেই। এমন অবস্থান সত্ত্বেও এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকা, ড্রেনেজ সমস্যার কারণে জলাবদ্ধতা এবং এর ফলে পথচারীদের সীমাহীন ভোগান্তি যেন নিয়মে পরিণত হয়েছে।
-
চলতি সপ্তাহের এক সকালে গুলিস্তান মোড়ে দেখা যায়, রাস্তার একপাশে জমানো আবর্জনার স্তূপ। তার মধ্যেই ফুটপাথ দখল করে হকাররা বসে পড়েছেন।
-
চারদিকে ভেসে বেড়াচ্ছে দুর্গন্ধ, পচা পানির স্রোত গড়িয়ে যাচ্ছে রাস্তায়। পাশ দিয়ে হেঁটে যাওয়া অনেক পথচারী নাক চেপে হাঁটছেন, কেউ কেউ জুতা তুলে হাতে নিয়ে হাঁটছেন, আবার অনেকেই রাস্তার মাঝ দিয়ে চলতে বাধ্য হচ্ছেন, যা একদিকে ঝুঁকিপূর্ণ, অন্যদিকে যানজটও সৃষ্টি করছে।
-
বর্ষাকালে ঢাকার জলাবদ্ধতা যেন নিয়মিত যন্ত্রণার নাম। তবে গুলিস্তানে এই সমস্যা মৌসুমভেদে সীমাবদ্ধ নয়। শুকনো মৌসুমেও এখানকার ড্রেনগুলো ভরে থাকে ময়লা ও প্লাস্টিকে। ফলে হালকা বৃষ্টিতেই রাস্তাজুড়ে জমে যায় পানি।
-
স্থানীয় এক দোকানদার বলেন, ‘বৃষ্টি হোক বা না হোক, ড্রেনেজ ঠিক না থাকায় আমাদের দোকানের সামনেই পানি জমে থাকে। আমরা অনেকবার অভিযোগ করেছি সিটি করপোরেশনে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি।’
-
সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় থেকে মাত্র কয়েক মিনিটের পথেই এই অব্যবস্থা বিরাজ করছে। করপোরেশনের এত কাছাকাছি একটি এলাকায় যদি এমন চিত্র থাকে, তবে শহরের অন্য এলাকার কী অবস্থা-এই প্রশ্ন থেকেই যায়।
-
এই সমস্যার স্থায়ী সমাধানে দরকার সমন্বিত উদ্যোগ। একদিকে জনসচেতনতা, অন্যদিকে প্রশাসনের তৎপর ও দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। আধুনিক ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজনীয়তা অনেক পুরোনো কথা হলেও তা বাস্তবায়নে দেখা যায় না কার্যকর অগ্রগতি।
-
রাজধানীর গুরুত্বপূর্ণ গুলিস্তান মোড়ে এভাবে জনদুর্ভোগ চলতে থাকলে শহরের সৌন্দর্য যেমন নষ্ট হবে, তেমনি মানুষের দৈনন্দিন জীবন আরও জটিল হয়ে পড়বে।
-
নাগরিক চাপে হাঁপিয়ে ওঠা ঢাকার প্রাণকেন্দ্রে জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জলাবদ্ধতা নিরসনের কার্যকর ও টেকসই পদক্ষেপ এখন সময়ের দাবি।