দুর্গন্ধ-জল আর হতাশা, এটাই গুলিস্তানের চিত্র

প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৪ আগস্ট ২০২৫ আপডেট: ১২:১৮ পিএম, ০৪ আগস্ট ২০২৫

রাজধানীর বুকে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর গুলিস্তান যেন এখন এক নোংরা বাস্তবতার প্রতীক। শহরের ব্যস্ততম এই মোড়ে গাড়ির হর্নের শব্দের চেয়েও বেশি জোরে বাজে নাগরিক ভোগান্তির করুণ সুর। চারপাশে জমে থাকা পচা পানি, গলির কোণে স্তূপ হয়ে থাকা আবর্জনা আর তার সঙ্গে মিশে থাকা এক ধরনের অদৃশ্য অবহেলা-সব মিলিয়ে গুলিস্তান এখন দুর্গন্ধ আর হতাশার এক স্থিরচিত্র। রাজধানীর প্রাণকেন্দ্রে দাঁড়িয়েও যখন নিঃশ্বাস নিতে হয় নাক চেপে, তখন প্রশ্ন ওঠে-এই শহরের নাগরিক সুবিধা কাদের জন্য? ছবি: বিপ্লব দীক্ষিৎ