চলছে প্রস্তুতি, শেষ মুহূর্তে ঘোষণার তোড়জোড়
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
দুপুরে সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেখা যায়, সেচ ভবনের উল্টো পাশে মঞ্চ তৈরির কাজ চলছে।
-
পাশাপাশি সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের কাজও চলমান রয়েছে।
-
বৃষ্টির মৌসুম থাকায় মঞ্চে থাকছে পানি নিরোধকের ব্যবস্থাও।
-
মঞ্চে হাতুড়ি হাতে কাজ করছিলেন রিপন মণ্ডল নামের একজন শ্রমিক। তিনি জাগো নিউজকে বলেন, আজকের মধ্যে আমাদের সব প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। মঞ্চ থেকে শুরু করে যাবতীয় কাজ চলছে। আজকে বিকেলেই আশা করছি বাকি কাজ শেষ হবে।
-
মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে মূল সড়কে মঞ্চ তৈরি করায় সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে।
-
সংসদ ভবনের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে একটি সড়কে যান চলাচল সচল রাখা হয়েছে, যাতে করে যানজট সৃষ্টি না হয়।
-
এই অনুষ্ঠানের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।