আজকের আলোচিত ছবি: ০৪ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: পিআইডি
-
ঢাকায় একটি হোটেল ‘সাস্টেইনেবল প্র্যাকটিসেস ইন গ্রিন ট্যুরিজম’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বক্তৃতা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মহানগরের সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান। ছবি: পিআইডি
-
ঢাকায় পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে শব্দদূষণ নিয়ন্ত্রণে কর্মকৌশল নির্ধারণে আলেম-উলামাগণের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জুলাই ২০২৪ ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও মুক্তির সংগ্রাম, প্রজন্ম থেকে প্রজন্মে বহমান প্রক্রিয়া’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: পিআইডি
-
রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই-আগস্টে নিহত অজ্ঞাতপরিচয়ের মরদেহগুলো শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে তোলার কথা ছিল আজ সোমবার বিকেল ৩টায়। তবে হঠাৎ করে ডিএমপির পক্ষ থেকে জানানো হয় আজ মরদেহ তোলা হবে না। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘দুটি প্রকল্পের আওতায় সেপ্টেম্বর থেকে দেশে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হবে।’ ছবি: জিতু কবীর
-
সুনামগঞ্জের কর্মবিরতি শুরুর ১৬ ঘণ্টা পর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পরিবহন মালিক শ্রমিকরা। ছবি: লিপসন আহমেদ
-
কয়েকদিন ধরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া তিস্তার পানি কমে এসেছে। সকাল ৬টায় তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানির পরিমাণ ছিল ৫২ দশমিক ১০ মিটার। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে। ছবি: মহসীন ইসলাম শাওন
-
ফেনীর ফুলগাজী উপজেলার কমুয়া-জাম্মুড়া সড়কের সিলোনিয়া নদীর ওপর সাঁকোটি পানির তোড়ে ভেঙে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো বাসিন্দা। ছবি: আবদুল্লাহ আল-মামুন