ছবিতে আটকে থাকা এক মায়ের সমুদ্রসম শোক
ঢাকার ব্যস্ত মানিক মিয়া এভিনিউ। ৩৬ জুলাই উদযাপনের কনসার্টে ভিড় জমেছে হাজারো মানুষ। রঙিন আলো, প্রিয় শিল্পীদের গান, স্লোগানে মুখর চারপাশ। কিন্তু এই আনন্দের মাঝেই এক মুহূর্তে যেন থমকে গেল সময়। মঞ্চে দাঁড়িয়ে যখন শিল্পী পলাশ গাইতে শুরু করলেন, ‘মাগো তুমি আমার আগে যেয়ো নাগো ছেড়ে...’ ছবি: মাহবুব আলম
-
তখন এক মা ছেলের ছবি আঁকড়ে ধরে ছুটে এলেন ভিড় ঠেলে, কাঁপা কণ্ঠে চিৎকার করলেন, তারপর মঞ্চের সামনে পড়ে গেলেন নিথর হয়ে।
-
মায়ের হাতে ছিল তার ছেলের হাসিমাখা ছবি।
-
জানা যায়, এই মা মিরপুর থেকে এসেছেন। তার একমাত্র ছেলে নিহত হয়েছেন জুলাইয়ের সহিংস ঘটনার একদিনে, যখন সে পথে বেরিয়েছিল বন্ধুর সাথে মেট্রোরেলে চড়তে। ফিরেও আসেনি।
-
তারপর থেকে এই মা বেঁচে আছেন শুধুই ছবিতে আটকে থাকা অতীতের ভরসায়। আর আজকের এই গানের কথাগুলো যেন ছুঁয়ে গেল তার জমে থাকা না বলা কান্না।
-
৩৬ জুলাই উদযাপন মানে শুধুই গান বা আনন্দ নয়। এটা প্রতিবাদের, প্রশ্ন তোলার, বেঁচে থাকা মানুষের না বলা কষ্টগুলোকে প্রকাশ করার মঞ্চও।