আজকের আলোচিত ছবি: ০৫ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উদ্বোধনী খাম এবং জুলাই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উদ্বোধনী খাম এবং জুলাই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকায় মানিক মিয়া এভিনিউতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে। ছবি: পিআইডি
-
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন রাষ্ট্রদূত মো. দাউদ আলী। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ২০২৪ সালের ৫ আগস্টের বিজয়ের মুহূর্তের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
-
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন রাষ্ট্রদূত মো. দাউদ আলী। ছবি: পিআইডি
-
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৩৬ জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র পাঠকে কেন্দ্র করে অনুষ্ঠানে ছাত্র-জনতার অংশগ্রহণের জন্য দেশের আটটি অঞ্চল থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে সরকার।
-
ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। ছবি: মো. তরিকুল ইসলাম
-
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
প্রায় ১৪ লাখ আফগান শরণার্থীকে জোরপূর্বক আফগানিস্তানে ফেরত পাঠানোর অভিযান পুনরায় শুরু করেছে পাকিস্তান সরকার। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ছবি: এএফপি
-
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ছবি: মোবাশ্বির শ্রাবণ