আজকের আলোচিত ছবি: ০৮ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ ঢাকায় বনানীতে একটি হোটেলে অতিথিদের সাথে নিয়ে ‘নি হাও! চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’র উদ্বোধন করেন। এসময় বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনা খালের ওপর ধসে পড়া সেতু পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল সাভার ও মুন্সিগঞ্জের মেঘনাঘাট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ছবি: পিআইডি
-
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করা হয়। ছবি: জাগো নিউজ
-
ইলিশের মৌসুম ধরা হয় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত। এবার মৌসুম শুরু হলেও অধরা এই রুপালি মাছ। এদিকে দামের কারণে ক্রেতারা অসন্তুষ্ট। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার ইলিশের দাম বেশি। ছবি: জাগো নিউজ
-
এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। আজ লাওসে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে তিমুর লেস্তেকে। ছবি: সংগৃহীত