আজকের আলোচিত ছবি: ৩ সেপ্টেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সংসদ নির্বাচনে প্রার্থীর অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া যেকোনো পলাতক আসামি ভোটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ‘অযোগ্য’ বিবেচিত হবেন। ছবি: মাহবুব আলম
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান সম্পর্কিত বিভাগীয় পরিচালক জিন পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ছবি: পিআইডি
-
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের রংপুর আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত রংপুরের জুলাই যোদ্ধাদের জন্য আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: পিআইডি
-
আগামী নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হলেও কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। ছবি: মাসুদ রানা
-
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেলেও নুরুল হক নুর ও লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনও সক্রিয়। ছবি: জাগো নিউজ
-
নাটোর পৌরসভার সরবরাহকৃত পানি পান করে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন দেড় শতাধিক মানুষ। এরমধ্যে ১২৮ জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রমাগত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ছবি: রেজাউল করিম রেজা
-
রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক জনতার ওপর হামলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের কার্যকর ভূমিকা না রাখার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ছবি: তৌফিক হোসেন