ছবিতে মেরাদিয়া হাট
ঢাকার ব্যস্ত জীবনের মধ্যে এমন কিছু জায়গা আছে, যেখানে সময় যেন একটু ধীরে বয়ে যায়। সেখানে মানুষের মুখে ক্লান্তির চেয়ে হাসি বেশি, আর দরদামের মধ্যে লুকিয়ে থাকে সংসারের গল্প। এমনই এক জায়গা রাজধানীর রামপুরা বনশ্রীর মেরাদিয়া হাট যে হাট প্রতি বুধবার জেগে ওঠে এক নতুন প্রাণে। ছবি: মাহবুব আলম
-
বুধবার সকাল মানেই মেরাদিয়া এলাকায় ভোর থেকে ভেসে আসে কোলাহলের শব্দ। কেউ দোকান সাজাচ্ছেন, কেউ পসরা বিছাচ্ছেন, কেউ আবার ভ্যানগাড়িতে মাল তুলছেন।
-
রঙিন প্লাস্টিকের টব, ইস্পাতের হাঁড়ি-পাতিল, বাজারের ঝুড়ি, গামছা, তোয়ালে, বাচ্চাদের পোশাক সব মিলিয়ে এক অনন্য মেলবন্ধন। দূর থেকে দেখলে মনে হয় ঢাকার ধূসর শহরের মাঝেও রঙের উৎসব নেমেছে এই ছোট্ট হাটে।
-
এই হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য নারীদের উপস্থিতি। সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রেতাদের বেশিরভাগই নারী।
-
কেউ শিশু কোলে নিয়ে এসেছেন, কেউ বান্ধবীর সঙ্গে, কেউ আবার একা এসেছেন নিজের সংসারের জন্য দরদাম করতে।
-
তাদের হাসি, দরদামের কৌশল আর চোখের ঝিলিক সব মিলিয়ে হাটটা যেন নারীদের প্রাণের মেলা হয়ে ওঠে।
-
এই হাটে পাওয়া যায় ঘরের সবকিছু। চামচ, কাপ-প্লেট, বালতি, মশলার বয়াম, কাপড়, পর্দা, এমনকি ছোট ইলেকট্রনিক পণ্যও। দোকানিরা জানেন, ক্রেতাদের অধিকাংশই সংসার চালানো নারীরা, তাই তারা জিনিসপত্র সাজান যত্ন করে।
-
যতটা দরকারি কেনাকাটা, তার চেয়ে কিছুটা বেশি হয়তো মনের শান্তির জন্যই এখানে আসেন নারীরা। বাড়ির কাজ, দায়িত্ব, সংসারের চাপের ভেতর এই একদিনের হাট যেন তাদের একটু মুক্তির জায়গা। কেউ চায়ের দোকানে বসে বিশ্রাম নিচ্ছেন, কেউ মেয়ের জন্য পুতুল দেখছেন, কেউ আবার নতুন পর্দার কাপড় হাতে নিয়ে বলছেন, এইটা লাগালে ঘরটা একদম আলাদা লাগবে। এইসব ছোট ছোট আনন্দই গড়ে তোলে এক দিনের অনানুষ্ঠানিক উৎসব।
-
হাটের ভেতর ঢুকলেই ভেসে আসে জীবনের সব রঙ। দোকানির ডাক, ক্রেতার হাসি, বাচ্চার কৌতূহলী চোখ, আর বাতাসে উড়তে থাকা ধুলোর সঙ্গে মিশে থাকা মানুষের গল্প।
-
মেরাদিয়া হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি এক জীবন্ত সামাজিক পরিসর, যেখানে প্রতিটি মুখ, প্রতিটি শব্দ একেকটি গল্প বলে-পরিশ্রমের, প্রাপ্তির, ভালোবাসার।
-
বিকেলের দিকে সূর্যের আলো যখন নরম হয়ে আসে, তখন একে একে গুটিয়ে নিতে থাকে দোকানিরা। রাস্তার পাশে পড়ে থাকে কয়েকটি খালি বাক্স, কিছু ছেঁড়া পলিথিন, আর বাতাসে রয়ে যায় দিনের কোলাহলের গন্ধ।
-
একদিনের জন্য মেরাদিয়া হাট আবার ঢাকাকে একটু ভিন্ন রূপে দেখিয়ে দেয়-যেখানে জীবন মানে শুধু কাজ নয়, সম্পর্ক, হাসি আর রঙের মেলবন্ধনও।