আজকের আলোচিত ছবি: ১৯ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান করেন। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ঢাকায় মিরপুরে গণশিক্ষা অধিদপ্তরে ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট’-এর নাম পরিবর্তন করে ‘প্রাথমিক শিক্ষা মূল্যায়ন ব্যুরো বা অধিদপ্তর’ নামকরণ সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের ৪১তম সভায় সভাপতির বক্তব্য রাখেন। ছবি: পিআইডি
-
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ ঢাকায় শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫-এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবি: পিআইডি
-
বাংলাদেশকে মাত্র একটি রানের অপেক্ষায় রেখে দিলেন মুশফিকুর রহিম। ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সেই এক রানের রোমাঞ্চ পূরণ করতে আবারও মাঠে নামবেন মুশফিক। ছবি: সংগৃহীত