প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণ করবে গোটা জাতি। তাই শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে, বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল-সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ।
-
দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে, ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। লাল-সবুজে সেজেছে সৌধ এলাকা।
-
জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। গণকবর ও শহীদ বেদী, পায়ে চলা পথসহ সৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। লেক সংস্কার ও আলোকসজ্জা কাজও হয়েছে।
-
স্মৃতিসৌধের মূল ফটক থেকে বেদী পর্যন্ত হাঁটা পথে রং-তুলির আঁচড়ে লাল ইটের মধ্যে সাদা রঙের ছোঁয়া দেওয়া হয়েছে। চত্বরজুড়ে শোভা পাচ্ছে লাল, নীল, বেগুনি, হলুদ, সাদাসহ বিভিন্ন রং ও বর্ণের ফুলের গাছ। এসব গাছে ফুটে আছে রঙিন ফুল।
-
দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এ স্মৃতিরোমন্থন সৌধের প্রধান ফটক।
-
শুধু সৌধ প্রাঙ্গণই নয়, বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভারের জনপথ। দিনটি পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।