আজকের আলোচিত ছবি: ২৩ ডিসেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ৭ম সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরামের উদ্যোগে ১০ম দ্বিবার্ষিক মৎস্য সম্মেলনের উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় আগারগাঁওয়ে সমাজকল্যাণ অধিদপ্তরের সভাকক্ষে কৃষিবিদ ইনস্টিটিউট বিষয়ক সভায় সভাপতির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সভাকক্ষে ভূমিসেবা সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক সেমিনারে সভাপতির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানিয়ে ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী। উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতাকে বরণ করতে ব্যস্ত সময় পার করছেন। ছবি: জাগো নিউজ
-
আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শহীদি শপথে উপস্থিত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি। ছবি: জাগো নিউজ