জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: আশিকুজ্জামান আশিক
-
সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করেন।
-
এসময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’; ‘ভোট স্থগিত মানি না’; ‘প্রশাসনের হঠকারী সিদ্ধান্ত মানি না, মানবো না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
-
বিক্ষোভকারীদের দাবি, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সম্মতি ছাড়া ছাত্র সংসদ ও হল সংসদের ভোট স্থগিত করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। দ্রুত মধ্যে নির্বাচন আয়োজনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
-
এদিকে আজ সকাল ৮ টা ৩০ মিনিট থেকে জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।