আজকের আলোচিত ছবি: ০৩ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি
-
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি
-
ঢাকায় আফতাব নগরে তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত (ই-রিক্সা)-এর পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় আফতাব নগরে তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত (ই-রিক্সা)-এর পাইলটিং কর্মসূচির উদ্বোধন শেষে পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: পিআইডি
-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
বছরের শুরুতেই কনকনে শীতে কাঁপছে উত্তরের জেলা দিনাজপুর। হিমেল বাতাস আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জনপথ। তীব্র এই ঠান্ডায় সাধারণ মানুষের পাশাপাশি গবাদি প্রাণিরাও কাহিল হয়ে পড়েছে। ছবি: এমদাদুলহক মিলন
-
কুড়িগ্রামে রাতভর বৃষ্টির মতো ফোঁটায় ফোঁটায় ঝরছে ঘন কুয়াশা। বিকেল গড়াতেই কুয়াশার দাপট শুরু হয়ে চলে পরদিন বেলা ১১টা পর্যন্ত। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলে না; আর দেখা মিললেও তা একেবারে তাপহীন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। ছবি: রোকনুজ্জামান মানু