আজকের আলোচিত ছবি: ০৪ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
বিটিআরসি ভবনে ভাঙচুর চালানো মোবাইল ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।
-
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৬ বাতিলের জোর দাবি জানিয়েছেন ট্রাভেল খাতের শীর্ষ নেতা ও ব্যবসায়ীরা। তারা এই আইনকে ট্রাভেল এজেন্সি ব্যবসার স্বার্থবিরোধী হিসেবে উল্লেখ করেছেন।
-
শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে। দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে নেতাকর্মীরা জড়ো হওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
-
রাজধানীর কারওয়ান বাজারে ব্লকেড কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে ও অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে এই আন্দোলন করছেন মোবাইল ব্যবসায়ীরা।