শব্দদূষণের বিরুদ্ধে তরুণদের গ্রীন আন্দোলন
টিএসসি মোড়ের ব্যস্ততম রাস্তাগুলোতে আজ এক ভিন্ন রকম দৃশ্য দেখা গেল হর্নের শব্দের মধ্যে দাঁড়িয়ে একদল তরুণ ও তরুণী প্ল্যাকার্ড হাতে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। এই প্রান্তিক শহুরে চিত্র যেন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, যে শব্দদূষণ শুধু কানে আঘাত করে না, মানসিক শান্তিকেও ভাঙে। ছবি: মাহবুব আলম
-
গ্রীন ভয়েজের উদ্যোগে পরিচালিত এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য সাধারণ মানুষকে শব্দদূষণ সম্পর্কে সচেতন করা।
-
প্ল্যাকার্ডে লেখা ছিল ‘শব্দদূষণ উচ্চ রক্তচাপের কারণ’ এবং ‘নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ’।
-
প্রতিটি ব্যস্ত পদক্ষেপের মাঝে এই তরুণরা মানুষকে বোঝাচ্ছে যে, কেবলমাত্র স্বল্প শব্দেই আমরা আমাদের শহরকে আরও বস্তুগত এবং মানসিকভাবে স্বাস্থ্যকর রাখতে পারি।
-
টিএসসি মোড়ের এই জায়গাটি একসময় ছিল শিক্ষার্থীদের মিলনের স্থান, কিন্তু এখন শহরের ব্যস্ততম পথগুলোর মধ্যে একটিরূপ নিয়েছে। এই ব্যস্ততম মোড়ে দাঁড়িয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া এই চ্যালেঞ্জকে উদ্দীপ্ত হয়ে গ্রহণ করেছে গ্রীন ভয়েজের সদস্যরা।
-
এ ধরনের সামাজিক সচেতনতা কেবল শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ পথচারীদেরও মনে করিয়ে দেয় যে শব্দদূষণ আমাদের দৈনন্দিন জীবনকে কতটা প্রভাবিত করছে। ছোট ছোট উদ্যোগই আসলে বড় পরিবর্তনের সূচনা।
-
আজ টিএসসি মোড়ের ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই তরুণরা যেন এক অদৃশ্য সেতু, যারা শহরের কোলাহলের মাঝে মানুষকে শান্তির মূল্য বোঝাচ্ছে। তাদের ছোট এই পদক্ষেপই ভবিষ্যতের শহরকে আরও শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর করার পথ দেখাচ্ছে।