বউসাজে নজরকাড়া রুনা খান
রুনা খান ব্রাইডাল সাজে যেন এক আলাদা জাদু ছড়ান। আগে যেমন তিনি লাল রঙের উজ্জ্বল বউয়ের লুকে প্রশংসার ঝড় তুলেছিলেন, এবার তাকে দেখা গেল আইভরি রঙের লেহেঙ্গা ও ফুল গ্ল্যাম থিমের সঙ্গে। এই নতুন সাজে তিনি আবারও সবার নজর কেড়েছেন। ছবি: অভিনেত্রী ফেসবুক থেকে
-
লেহেঙ্গা এবং ওড়নায় ব্যবহার করা হয়েছে সূক্ষ্ম কারুকাজ ও মিলিয়ে তৈরি এমবেলিশমেন্ট, যেখানে রয়েছে পাত্তি, জরী এবং থ্রেড এমব্রয়ডারির খুঁটিনাটি।
-
এবার অভিনেত্রীর গয়নার তালিকায় জায়গা নিয়েছে জমকালো কুন্দন, যার মধ্যে আংটি, টিকলি এবং টানা নথসহ একাধিক লেহরিতে একই রকম নকশা করা, যা পুরো সাজকে করেছে আরও বিলাসবহুল।
-
মেকআপে রুনা খান সম্পূর্ণ ফুটে উঠেছেন ফুল গ্ল্যামে।
-
চোখে ঘন কালো কাজল ও লাইনার, মাসকারার সঙ্গে লাল ছোট টিপ এবং সেমি-ম্যাট লিপকালার যেন নজর আটকে রাখে।
-
রুনা খানের পুরো ব্রাইডাল লুকটি শেষ করেছেন ম্যাচিং চুড়ি দিয়ে, যা সাজকে দিয়েছে চূড়ান্ত পরিপূর্ণতা।