পানিতে ভেসেই ভক্তদের ঘুম কেড়ে নিলেন সুনেরাহ
এই সময়ের আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল আবারও নেটদুনিয়ায় ঝড় তুললেন। সাদা শাড়িতে পানির বুকে ভেসে থাকা তার নতুন ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভক্তদের চোখ যেন আটকে গেছে সেই দৃশ্যে। ক্যাপশনে লেখা মাত্র দুটি শব্দ, ‘ভেসে যাও’-আর তা ঘিরেই জেগে উঠেছে ভিন্ন আবেগ ও কৌতূহল। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
শুধু পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানা মুহূর্তের ছবি ও ভাবনা। আর সেই ছবিগুলো মুহূর্তেই আলোচনায় চলে আসে।
-
সম্প্রতি সুনেরাহ নতুন কিছু ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে সাদা শাড়ি পরে পানিতে ভেসে থাকতে। নীরব অথচ গভীর এক আবেদন ফুটে উঠেছে ছবিগুলোতে।
-
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভেসে যাও’। ছোট্ট এই বাক্য যেন ছবির সঙ্গে মিলিয়ে দর্শকের মনে তৈরি করেছে ভিন্নধর্মী অনুভূতি।
-
ভক্তদের অনেকে ছবির নিচে লিখেছেন, সাদা শাড়িতে সুনেরাহকে যেন অন্য রকম লাগছে-একদিকে স্বর্গীয় সৌন্দর্য, অন্যদিকে এক রহস্যময় ভাব। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, সাদা শাড়ি ও পানিতে ভেসে থাকা যেন জীবনের অনিশ্চয়তা, আবার মুক্তির প্রতীকও হতে পারে।
-
সুনেরাহ বিনতে কামাল সব সময় নিজের কাজ ও উপস্থিতির মাধ্যমে আলোচনায় থাকতে জানেন। অভিনয়ে তিনি যতটা নিবেদিত, একইভাবে নিজের স্টাইল ও প্রকাশভঙ্গিতেও রেখে যান বিশেষ ছাপ। আর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিটি নতুন পোস্ট ভক্তদের কাছে হয়ে ওঠে আলাদা আগ্রহের বিষয়।
-
নতুন এই ছবিগুলোতেও স্পষ্ট বোঝা যায়, সুনেরাহ কেবল অভিনেত্রী নন, বরং তিনি এক ধরনের ভিজ্যুয়াল আর্ট উপস্থাপন করতে চান-যেখানে রূপ, অনুভূতি আর প্রতীক একসঙ্গে মিশে যায়। হয়তো এ কারণেই বর্তমান সময়ে তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।