শুভ জন্মদিন তুষি
গ্ল্যামারের ঝলকানির দুনিয়ায় কিছু মানুষ আছেন, যারা নিজের উপস্থিতি দিয়ে নয়, বরং কাজের মাধুর্য দিয়ে জায়গা করে নেন মানুষের মনে। অভিনেত্রী নাজিফা তুষি তেমনই এক নাম-যিনি ধীরে ধীরে, নিঃশব্দে কিন্তু আত্মবিশ্বাসের দৃঢ়তায় জয় করে নিচ্ছেন দর্শকের হৃদয়। আজ তার জন্মদিন। এই দিনে ফিরে দেখা যাক তার পথচলার গল্প-যেখানে আছে সাহস, সংগ্রাম আর অনুপ্রেরণার মিশেল। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
ঢাকায় জন্ম নেওয়া নাজিফা তুষি ছোটবেলা থেকেই ছিলেন কৌতূহলী ও আত্মবিশ্বাসী। অভিনয় বা মডেলিংয়ের জগতে আসার ইচ্ছে ছিল, কিন্তু তিনি জানতেন-শুধু ইচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষতা আর অধ্যবসায়। তাই খুব হিসেব করে, ধীরে ধীরে নিজের পথ গড়ে তোলেন তিনি।
-
২০১৬ সালে বিউটি পেজেন্ট ‘লাক্স সুপারস্টার’-এ রানারআপ হয়ে আলোচনায় আসেন তুষি। সেই প্রতিযোগিতা শুধু তার সৌন্দর্য নয়, মেধা ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। আর সেখান থেকেই শুরু হয় তার মিডিয়াজগতে স্থায়ী যাত্রা।
-
বিজ্ঞাপন, ফটোশুট, ও টেলিভিশনের মাধ্যমে ধীরে ধীরে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন তুষি। কিন্তু তার আসল সাফল্যের গল্প শুরু হয় বড় পর্দায়।
-
২০২১ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে তার অভিনয়ই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ‘হাওয়া’-র মেয়েটির নীরবতা, দৃষ্টি, ও সংযত অভিব্যক্তি যেন নিজের ভেতরের গল্প বলে যায়-যা তুষির অভিনয়ের শক্তি হিসেবেই বিবেচিত হয়।
-
‘হাওয়া’ শুধু তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়নি, দর্শককে পরিচয় করিয়ে দিয়েছে এক নতুন প্রজন্মের অভিনেত্রীর সঙ্গে-যিনি অভিনয় দিয়ে চরিত্রকে জীবন্ত করে তুলতে জানেন।
-
নাজিফা তুষি কখনোই ‘হাইপ’-এর অভিনেত্রী নন। তিনি জানেন, আলোয় আসা সহজ, কিন্তু সেখানে টিকে থাকা কঠিন। তাই তিনি বেছে নিয়েছেন ধীরে চলার পথ। একটি চরিত্র করার আগে তুষি নিজেকে প্রস্তুত করেন, চরিত্রকে বুঝে নিতে সময় দেন। এজন্যই তার অভিনয়ে কৃত্রিমতা নেই, আছে বাস্তবের গভীরতা।
-
ছোট পর্দা, বড় পর্দা ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অবস্থান তৈরি করেছেন তুষি। ‘সিন্ডিকেট’, ‘মহানগর ২’ এবং অন্যান্য ওয়েব কনটেন্টে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। প্রতিটি চরিত্রে তিনি যেন নিজের ভেতরের নতুন এক রূপ তুলে ধরেন-কখনো শক্ত, কখনো সংবেদনশীল, কিন্তু সবসময়ই বাস্তব।
-
তুষির ফ্যাশন সেন্সও অনেকটা তার অভিনয়ের মতো সহজ, কিন্তু স্টাইলিশ। গ্ল্যামারের বাইরে গিয়ে তিনি নিজের একটি স্বতন্ত্র রুচিবোধ তৈরি করেছেন। সাদাসিধে পোশাক, অনাড়ম্বর সাজ আর আত্মবিশ্বাসী হাসি-এই তিনটিই তার ব্র্যান্ড আইডেন্টিটি।
-
তার ইনস্টাগ্রাম স্ক্রল করলেই বোঝা যায়, তিনি একদিকে আধুনিক, অন্যদিকে গভীরভাবে বাস্তব। তুষি জানেন, সোশ্যাল মিডিয়া মানে শুধু প্রদর্শন নয়, বরং প্রভাব-যেখানে প্রতিটি পোস্টই একেকটি অভিব্যক্তি।
-
নাজিফা তুষির ক্যারিয়ার এখনো নবীন, কিন্তু তার প্রতিটি কাজেই আছে পরিপক্বতার ছাপ। তিনি ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছেছেন, যেখানে নাম নয়, কাজই তার পরিচয়। এটাই তাকে আলাদা করে তুলেছে বর্তমান সময়ের অনেক তরুণ অভিনেত্রীদের থেকে।
-
তুষি যেন প্রমাণ করেছেন, ক্যারিশমা মানে শুধু ক্যামেরার সামনে দাঁড়ানো নয়, বরং নিজের ভেতরের সত্যিকারের শক্তিকে প্রকাশ করা।